চলতি সময়ে আখ চাষে

ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সময়ে আখ চাষে করণীয় ও চারা উৎপাদনের কৌশল নিচে তুলে ধরা হলো। মনে রাখতে হবে আখের চারা উৎপাদন করার উপযুক্ত সময় এখন।

এ সময়ে (সেপ্টেম্বর ও অক্টেবর) সাধারণত বীজতলা পদ্ধতি এবং পলিব্যগ পদ্ধতিতে চারা উৎপাদন করা যায়। পলিব্যাগে চারা উৎপাদন করা হলে বীজ আখ কম লাগে এবং চারার মৃত্যুহার কম হয়।



চারা তৈরি করে বাড়ির আঙ্গিনায় সুবিধাজনক স্থানে সারি করে রেখে খড় বা শুকনো আখের পাতা দিয়ে ঢেকে রাখতে হবে। চারার বয়স ১-২ মাস হলে মূল জমিতে রোপন করতে হবে। কাটুই বা অন্য পোকা যেন চারার ক্ষতি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

চলতি সময়ে আখ চাষে করণীয় ও চারা উৎপাদনের কৌশল সংবাদটি তৈরিতে কৃষি তথ্য সার্ভিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন:  ধান চাষে ক্ষতিকর মাজরা পোকা দমনে এসিআই ক্রপ কেয়ারে মিলছে নিশ্চিত সমাধান

এসময়ে আমন ধানের যত্ন্র ও পোকার আক্রমণ প্রতিরোধে করণীয়