নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চাঁদপুরের প্লাস্টিকের ডিম নিয়ে মুখ খুললো খাদ্য কর্তৃপক্ষ। গতকাল সোমবার ( ২৪ মে) চাঁদপুরের হাজীগঞ্জের একটি দোকানে প্লাস্টিকের ডিম পাওয়া গেছে  অভিযোগ আসে স্থানীয় প্রশাসনের কাছে। এরপর সেগুলো পাঠানো হয় ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য পরীক্ষাগারে। আজ তার ফলাফল প্রকাশ করেছে খাদ্য কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে গতকাল। হাজীগঞ্জ বাজারের শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন তালুকদার প্লাস্টিকের ডিম বিষয়ে বলেন, গত বুধবার পৌর হকার্স মার্কেটের মাইশা স্টোর থেকে ২১টি ডিম কিনে আনেন। রান্না করতে গেলে ডিমগুলো রাবারের মতো দেখা যায়। তখন তিনি ডিমগুলো মাইশা স্টোরে ফেরত দেন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

এ ব্যপারে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শামছুল ইসলাম রমিজ বলেন, ‘খবর পেয়ে আমি ওই দোকানে গিয়ে অভিযোগকারীর কাছ থেকে ৩টি ডিম উদ্ধার করেছি। এর মধ্যে একটি ডিম সিলগালা করে দোকানিকে দিয়ে আসি। বাকি দুইটি ডিম মহাখালী জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরীক্ষাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এগুলে আদ্য প্লাস্টিক ডিম কিনা’

আজ মঙ্গলবার ( ২৫ মে ২০২১)  ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য পরীক্ষাগারে পরীক্ষার পর ডিমগুলো প্লাস্টিকের নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ

চাঁদপুরের প্লাস্টিকের ডিম নিয়ে একটা গণ বিজ্ঞপ্তির মাধ্যমে প্লাস্টিকের ডিম নিয়ে জনমনে বিভ্রান্তকর তথ্যের বিষয়ে সাফ জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:-

“বাজারে নকল ডিম নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা বৈজ্ঞানিকভাবে সমর্থিত নয়। এটি মিথ্যা। বাজারে নকল ডিমের কোন উপস্থিতি পাওয়া যায় নি।”

এগ্রিকেয়ার/এমএইচ