নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৮ ডিসেম্বর, ২০২০) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম। এছাড়া উপজেলার কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বগুড়ায় লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

কর্মশালায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু জাতীয় ফল খাবার পরামর্শ দেয়ার পাশাপাশি কৃষকদের বেশি বেশি লেবু জাতীয় ফলের চাষ করার পরামর্শ দেয়া হয়। প্রশিক্ষণে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, রোগবালাই এবং পোকামাকড় দমন ব্যবস্থাপনাসহ কৃষি ভিত্তিক বিভিন্ন দিক-নির্দেশনা দেন প্রশিক্ষকরা।

আরও পড়ুন: নাটোরে ধান উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণ

প্রশিক্ষণ শেষে প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন কৃষক-কৃষাণীর মধ্যে চারাসহ কৃষির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রদর্শনীপ্রাপ্ত ৩০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এগ্রিকেয়ার / এমবি