নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর চারঘাটে চলতি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর, ২০২০) সকাল ১০ টার দিকে উপজেলা চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন: রাজশাহীর চারঘাটে বিদ্যুৎ অফিস চত্বরে সবজি চাষ

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরার সভাপতিত্বে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন-নাহার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজশাহীর বাঘায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন-নাহার এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, ২০২০-২১ রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে কৃষকেদের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে এবং পরবর্তী খরিপ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ১ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়। এসব কৃষি উপকরণের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম ও বোরো ধানসহ ১২ প্রকার উপকরণ ।

এগ্রিকেয়ার / এমবি