সজিব ইসলাম, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি। গম, মশুর ও আমের মুকুলের সমারোহে ব্যাপক লাভের আশায় বুক বাঁধলেও হঠাৎ করেই কালবৈশাখীর আঘাত চাষিদের শঙ্কায় ফেলেছে। বৃষ্টির সাথে শিলাবৃষ্টিতে চরম ক্ষতির আশঙ্কা করছেন চারঘাটের রবিশস্য ও আম চাষীরা।

আজ রোববার ( ৪ এপ্রিল ২০২১) বিকেল ৩ টার দিকে হটাৎ কালোমেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি। টানা ৫ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তা, ফসলের মাঠসহ আম বাগানে শিলার স্তুপে পরিণত হয়। হঠাৎ এ শিলাবৃষ্টিতে আমের গুটি নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আমচাষীরা

আম ব্যবসায়ী ও চাষি জিল্লুর রহমান এগ্রিকেয়ার২৪.কমকে জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে আমের গুটি ঝরে পড়েছে। এ বছর চার লাখ টাকার আম বাগান কেনা আছে। গাছে শুরু থেকে ভালো মুকুল এসেছিল। বাগান থেকে ভালো লাভের আশা করছিলাম।

পৌর শহরের বাগান মালিক শামসুদ্দিন ইমাম এগ্রিকেয়ার২৪.কমকে জানান, গত বছরের চেয়ে এ বছর বাগানে আমের মুকুল ভালো ছিল। মাঝে কুয়াশায় আমের মুকুলের কিছুটা ক্ষতি হলেও আজ শিলাবৃষ্টির কারণে গাছ থেকে গুটি ঝরে পড়বে। এবছর বাগান থেকে ৫ লাখ টাকা লাভের আশা করছিলাম। এখন লোকশান গুনতে হতে পারে।

চারঘাট উপজেলায় চলতি মৌসুমে ৩ হাজার ৮১২ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লুুৎফুন নাহার এগ্রিকেয়ার২৪.কমকে জানান, বিকালের কয়েক মিনিটের শিলাবৃষ্টি হয়েছ। এতে আমের গুটির বড় ধরনের ক্ষতি হবে না। আমের ঠিকমত পরিচর্যা করলে চাষীরা লাভবান হবে।

 

এগ্রিকেয়ার/এমএইচ