সুরাইয়া ইসলাম নিসাত, এগ্রিকেয়ার২৪.কম: এটি এক রকমের ভারতবর্ষীয় উদ্ভিদ। চালতার ফল খুব আদরনীয় নয়। এই ফল দিয়ে চাটনী ও আচার তৈরি হয়। গাছটি দেখতে সুন্দর বলে শোভাবর্ধক তরু হিসেবে কখনো কখনো উদ্যানে লাগানো হয়ে থাকে।

উদ্ভিদ পরিচিতি :
নাম : চালতা/ চালিতা বা চাইলতে।
বৈজ্ঞানিক নাম : Dillenia Indica
পরিবার :Dilleniaceae

ব্যবহার্য অংশ :
(১) ফল টক বলে চালতার আচার, চাটনী, টক ডাল অনেকের প্রিয় খাদ্য।
(২) পাকা ফল পিষে নিয়ে নুন – লংকা দিয়ে রাখলে তা বেশ লোভনীয় হয়।
(৩) চালতা ফলের যে অংশ খাওয়া হয় তা আসলে ফলের বৃত্তি। চালতা অপ্রকৃত ফল, মাংসল বৃত্তিই ভক্ষনযোগ্য।

ঔষধী গুণাগুণ :
(১) ঠান্ডা লেগে জ্বর হলে এর রস অনেক উপকারে লাগে।
(২) বাতের ব্যথাতে কচি চালতার রস জলের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
(৩) রক্ত আমাশয়ের জন্য চালতার কচি পাতার রস উপকার।
(৪) কফ ও সর্দির জন্য গাছের ছালের গুড়াঁ নিরাময়ের কাজ করে।

আরোও পড়ুন: জবা ফুলের নানান ঔষধী গুণ

চালতার আচার ছাড়াও যেসব ঔষধী গুণ শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম নিসাত

উল্লেখ্য,  রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু