সানজিদা আক্তার মৌ, এগ্রিকেয়ার২৪.কম: জবা ফুল একটি চিরসবুজ গুল্ম।যার উচ্চতা ২.৫-৫ মিটার এবং ১.৫-৩ মিটার।এর পাতাগুলো চকচকে এবং ফুল গুলো উজ্জ্বল লাল বর্নের ও ৫ টি পাপড়িঁ যুক্ত।ফুল গুলোর ব্যাস ১০ সে.মি।এটি চীনা গোলাপ নামেও পরিচিত।
বাগানে গাছ হিসাবে জবাকে গ্রীষ্মকাল ও উপগ্রীষ্মকাল অঞ্চলে সর্বত্র পাওয়া যায়। বর্তমানে ১৫ থেকে ২০ ধরণের জবা আছে।এর মধ্যে ঝুমকো ও লংকা বেশি পরিচিত। জবা গাছের বিভিন্ন রকমের প্রজাতি রয়েছে যেমন:সাদা, হলুদ,গোলাপী, নীলচে,কমলা ইত্যাদি। আসুন জেনে নিই জবা ফুলের নানান ঔষধী গুণ।

স্থানীয় নাম:জবা।
English :Chainese hibiscus or Chaina rose
বৈজ্ঞানিক নাম:Hibiscus rosa sinensis.
বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ:
জগৎ-Plantae.
শ্রেণী-Eudicots.
বর্গ-Malvales.
পরিবার-Malvaceae.
গণ-Hibiscus.
প্রজাতি-Hibiscus rosa sinensis.

ঔষধী গুণ:
১।লাল জবা আয়ুর্বেদ ঔষধ হিসাবে ব্যবহার করা হয়।
২। মেয়েদের মাসিক এর সমস্যা নিয়মিত করে।
৩।ইন্সুলিন সংবেদনশীলতায় সহায়তা করে।
৪।জবা ফুলে বিদ্যমান ফেরুলিক যা এক ধরণের পনিফেনল যা ডায়াবেটিক্স চিকিৎসায় ব্যবহত হয়।
৫।মূত্রনালী সংক্রমণ প্রতিরোধ করে।

উপকারিতা :
১।চুলের বৃদ্ধিতে সহায়তা।
২।চুলকে মজবুত করে।
৩।মধুমেহর জন্য।
৪।বমি বমি ভাব দূর করে।
৫।ব্যথা ও প্রদাহ বিরোধ।
৬।রক্তচাপ নিয়ন্তণে।
৭।ক্ষতচাপ নিয়ন্তণে।
৮।ওজন কমাতে।
৯।উদরাময় রোগ নিরাময়ে
১০।চোখ উঠা দূর করতে।
১১।আয়ুর্বেদ ঔষধ হিসাবে।
১২।ডায়াবেটিকস চিকিৎসায়।

আরোও পড়ুন: নিম গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে যা জানা প্রয়োজন

জবা ফুলের নানান ঔষধী গুণ শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার মৌ

উল্লেখ্য,  রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু