অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বৈশ্বিক মহামারীতে ফুলেফেঁপে উঠতে শুরু করেছে ভারতের চাল রফতানি খাত। চাল রফতানিতে নতুন রেকর্ড গড়তে পারে ভারত। আন্তর্জাতিক বাজারে চালে চাহিদা রয়েছে তুঙ্গে। ফলে সেই চাহিদা ভারতীয় চাল রফতানি বাড়িয়ে দিয়েছে।

চলতি ২০২০-২১ মৌসুমে ভারত থেকে শুধু নন-বাসমতী চাল রফতানি এক কোটি টন ছাড়িয়ে যেতে পারে। এ সম্ভাবনার কথা জানিয়েছে অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এআইআরইএ)। এমনই খবর প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ। প্রতি মৌসুমে দেশটি আন্তর্জাতিক বাজারে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ টন চাল রফতানি করে। এর মধ্যে বাসমতী ও নন-বাসমতী দুই ধরনের চাল রয়েছে।

২০১৭-১৮ মৌসুমে ভারত থেকে সব মিলিয়ে ৮০ লাখ টন নন-বাসমতী চাল রফতানি হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই এক মৌসুমে সবচেয়ে বেশি নন-বাসমতী চাল রফতানির রেকর্ড। পরের ২০১৯-২০ মৌসুমে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে নন-বাসমতী চাল রফতানির পরিমাণ ৫০ লাখ ৪০ হাজার টনে নেমে আসে। এআইআরইএর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরোও পড়ুন: চালের বাজার স্থিতিশীল অবস্থায় এসেছে : কৃষিমন্ত্রী

তবে করোনা পরিস্থিতি এবারের ২০২০-২১ মৌসুমে করোনা মহামারী পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে। এআইআরইএর প্রেসিডেন্ট বি কৃষ্ণ রাও বলেন, এবারের মৌসুমে নভেম্বর পর্যন্ত ৭০ লাখ টন নন-বাসমতী চাল রফতানি করেছেন ভারতীয় রফতানিকারকরা। মৌসুম শেষে নন-বাসমতী চাল রফতানির সম্মিলিত পরিমাণ এক কোটি টন ছাড়িয়ে যেতে পারে। এর মধ্য দিয়ে ভারতীয় নন-বাসমতী চাল রফতানিতে নতুন রেকর্ড হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

চাল রফতানি বাজারে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ থাইল্যান্ড ও ভিয়েতনাম। করোনা মহামারীর মধ্যে এ দুটি দেশের তুলনায় ভারতের বাজারে চালের রফতানি মূল্য তুলনামূলক কম রয়েছে। আর এটাই এবারের মৌসুমে ভারতীয় নন-বাসমতী চাল রফতানি বাড়িয়ে দিয়েছে।

চাল রফতানিতে নতুন রেকর্ড গড়তে পারে ভারত সংবাদের তথ্য বণিক বার্তা থেকে নেওয়া হয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ