নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আর ঘণ্টাখানের মধ্যে শুরু হতে যাচ্ছে দেশে প্রথমবারের মতো মুরগির মাংস (চিকেন) নিয়ে ব্যতিক্রম আয়োজন চিকেন ফেস্ট।

রাজধানীর গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত হতে যাওয়া এ চিকেন ফেস্ট সরাসরি প্রচার করবে এগ্রিকেয়ার২৪.কম। ঘরে বসে ফেসবুক লাইভে দেখতে পারেন চিকেন নিয়ে নানা আয়োজনের এ চিকেন ফেস্ট। আজ শুক্রবার বেলা ৩টায় শুরু হবে এ মেলা।

সরাসরি এ আয়োজন দেখতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে https://www.facebook.com/AgriCare24com-320632075085761/ লাইক দিয়ে সঙ্গে থাকুন। অনুষ্ঠানটি শুরু হলেই লাইভে আসবো আমরা।

প্ল্যানেট এক্স ইনকর্পোর্টেড এবং বাংলাদেশ এনিম্যাল এগ্রিকালচার সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করেছে “চিকেন ফেস্ট ২০১৮”।

পাওয়ার্ড বাই কান্ট্রি ন্যাচারাল এবং এসোশিয়েট পার্টনার মালেশিয়ান পাম ওয়েল কাউন্সিল। ৭ (শুক্রবার) এবং ৮ (শনিবার) সেপ্টেম্বর এই ফেস্ট অনুষ্ঠিত হবে গুলশান নর্থ ক্লাবে।

আয়োজনে যা থাকছে: বাংলাদেশ এর সুপরিচিত ও বিখ্যাত ১০ থেকে ১২ টি রেস্টুরেন্ট এবং ফাস্টফুড শপ এই ফেস্টে এ অংশগ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বি বি কিউ বাংলাদেশ, নান্দস, কাজি ফারমস কিচেন, ম্যাডসেফ, Tastebud, Dipsydos, Crimson cup ইত্যাদি।

এইসকল প্রতিষ্ঠান তাদের জনপ্রিয় রেসিপিগুলো ফেস্টএ অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করবে। এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা, সেরা খাদক এর প্রতিযোগিতা, রান্নার প্রতিযোগিতা এবং লাইভ মিউজিক এর মতো আকর্ষণীয় নানা আয়োজন রয়েছে এ ফেস্টে।

ব্যতিক্রম এ আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম।