অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন বেড়েছে। অক্টোবরের পাম অয়েলের মজুদ দাঁড়াতে পারে ২৫ লাখ ৩০ হাজার টন। এদিকে ইন্দোনেশিয়া সম্প্রতি চীনে ২৫ লাখ টন পাম অয়েল বিক্রি করবে বলে জানিয়েছে।

গতকাল ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোনেশিয়ার নয়টি পাম অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান চীনা ১৩ ক্রেতার সঙ্গে ২৬০ কোটি ডলার মূল্যের ২৫ লাখ টন পাম অয়েল বিক্রির চুক্তি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর চীনে রাষ্ট্রীয় সফরের সঙ্গে এ চুক্তির যোগসূত্র রয়েছে। তখন দেশটির সরকার জানিয়েছিল চীন ইন্দোনেশিয়া থেকে ১০ লাখ টন অপরিশোধিত পাম অয়েল আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইন্দোনেশিয়া ২০২১ সালে চীনে ৬৬ লাখ টন পাম অয়েল রফতানি করেছে। দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেন, চীনে পাম অয়েল রফতানির এ প্রক্রিয়া দেশীয় রান্নার তেল সরবরাহ ব্যাহত করবে না। কারণ সরকার রফতানিসংক্রান্ত অনুমতি পাওয়ার জন্য রফতানিকারকদের অভ্যন্তরীণ বাজারে তেল সরবরাহ করতে বাধ্য করেছে।

এদিকে রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে, মালয়েশিয়ায় বর্তমানে পাম অয়েল সংগ্রহের সবচেয়ে ভালো সময় চলছে। এ কারণে উৎপাদনের পরিমাণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে গত মাসে উৎপাদন এক মাসের ব্যবধানে ৩ শতাংশ বাড়তে পারে। উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৮ লাখ ২০ হাজার টনে।

দেশটিতে তুলনামূলক কম আমদানি করতে হয়েছে পণ্যটির। উৎপাদন বাড়ায় গত মাসে মজুদ বেড়ে তিন বছরের সর্বোচ্চে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। ১০ নভেম্বর মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন মজুদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

ইন্দোনেশিয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ পাম অয়েল

হটাৎ বছরের সর্বোচ্চ দামে উঠেছে পাম ওয়েল

১৫ মাসের সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম

তৃতীয় দফায় কমলো মালয়েশিয়ান পাম অয়েলের দাম

পাঁচ মাস ধরেই মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন ঊর্ধ্বমুখী। তবে গত মাসে উৎপাদন পরিস্থিতি ছিল সবচেয়ে ভালো। এ সময়ের উৎপাদন দুই বছরের সর্বোচ্চে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে চলতি ও আগামী মাসে উৎপাদন কমতে পারে। কারণ বছরের শেষ সময়ের বৃষ্টিপাতে এ সময় পাম ফল সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়।

এদিকে উৎপাদন ও মজুদের পাশাপাশি রফতানিতেও প্রবৃদ্ধি দেখেছে মালয়েশিয়া। গত মাসে দেশটি ১৪ লাখ ৮০ হাজার টন পাম অয়েল রফতানি করে। এক মাসের ব্যবধানে রফতানি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে আমদানি কমেছে ১১ দশমিক ২ শতাংশ।

এগ্রিকেয়ার/এমএইচ