নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: খামারি, মাংস বিক্রেতা, ঔষধ বিক্রেতা  ও  মসজিদের ঈমামদের নিয়ে সচেতনতা  মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ আগষ্ট) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ দফতরে এ সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দফতর চুনারুঘাট, হবিগঞ্জ।

সভায় উপস্থিত থেকে মূল বক্তব্য দেন ডা. মো. মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ, ভেটেরিনারি সার্জন ডা. ইকবাল হোসেন। এসময় খামারি, মাংস বিক্রেতা, ওষধ বিক্রেতা, ও মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিতিদের মাঝে মূলত স্টেরয়েড ও হরমোন ব্যবহারের অপকারীতা, কোরবানি পশু জবাইয়ের নিয়মাবলী, চামড়া সংরক্ষণের নিয়মাবলী, কোরবানি পশুর বর্জ্য অপসারণ, পশুখাদ্য  আইনসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক তথ্য ও বক্তব্য তুলে ধরা হয়।

এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন ডা. মো. মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।