নিউজ ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রি’র ঊর্ধতন কর্মকর্তা থেকে শুর  করে সব শ্রেণির বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা, কর্মচারি।

পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফেরতা কামনার পাশাপাশি দেশের কল্যাণে দোয়া ও মুনাজাতে অংশ নেন সবাই।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচলিক ড. মো: শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আনছার আলী, উদযাপন কমিটির সদস্য সচিব মো : সিরাজুল ইসলাম। উপস্থাপনা করেন ব্রির উপ-পরিচালক জনাব এমরান হোসেন। সভাপতিত্ব করেন ড. মো: ইসলাম উদ্দিন মোল্লা

বিজয় দিবসে খেলাধুলার আয়োজনও ছিলো। খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া পুরস্কার।

বিজয়ের উল্লাসে সবাইকে মেতে ওঠতে দেখা যায়। সবার অংশগ্রহণে জমে উঠেছিলো প্রতিটি কর্মসূচি।

ধান বিজ্ঞানীরা এমন আয়োজনে নিজেদের মেলে ধরেছিলেন। সবার মাঝে ছিলো বিজয়ের হাসি। ছবি ও তথ্য দিয়েছেন, ব্রি’র ফটোগ্রাফার মাসুম রানা।