নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৭-১৮ শুরু হয়েছে। পরবর্তী পাঁচদিন ধরে চলবে কর্মশালার বিভিন্ন কারিগরী অধিবেশন।

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) গাজীপুরে কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। কৃষিমন্ত্রী দেশে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

উদ্বোধনী সভায় সভাপতির বক্তব্যে দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনছার আলী এতে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। ‘গবেষণা অগ্রগতি ২০১৭-১৮’শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য।

সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. ফজলে ওয়াহেদ খোন্দকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নূরুল আলম।

ফটোশেসনে কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ব্রি ও কৃষির সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষিসম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানসহ অনেকেই অনুষ্ঠান স্থলে রওনা হয়েছেন।

ব্রি’তে বঙ্গবন্ধু’র ম্যুরাল এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী।

বি’র নতুন প্রযুক্তি সম্পর্কে ব্রি’র বিজ্ঞানীরা অবহিত করছেন।

ব্রি’র বিজ্ঞানীরা কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।

উদ্বোধনী সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।

ব্রি’র বিজ্ঞানী, কর্মকর্তাসহ সবার সাথে কৃষিমন্ত্রী।

ব্রি’র বিজ্ঞানীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।

সভায় জানানো হয়, কর্মশালার কারিগরী অধিবেশনগুলোতে গত এক বছরে ব্রির ১৯টি গবেষণা বিভাগ ও নয়টি আঞ্চলিক কার্যালয়ের গবেষণা ফলাফল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে উপস্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।  উদ্বোধনী অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে ধান গবেষণা ও সম্প্রসারণ কাজের অর্জন ও অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বর্তমানে দেশের ৮০ ভাগ জমিতে ব্রি উদ্ভাবিত ধানের চাষাবাদ হয় এবং এর থেকে আসে দেশের মোট ধান উৎপাদনের শতকরা ৯১ ভাগ। ছবিগুলো তুলেছেন, ব্রি’র ফটোগ্রাফার মাসুম রানা।