এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: আশার কথা হলো বহুতল ভবনের বাসিন্দারা ছাদ বাগানের দিকে ঝুঁকছেন। তবে বাঁধ সাধছে ছাদের অল্প জায়গা। ইচ্ছা থাকা সত্ত্বেও বেশী করে গাছ লাগাতে পারছেন না।

আজ এ সমস্যার সমাধান এগ্রিকেয়ার২৪.কম এর পাঠকের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন মোহাম্মাদ শাহাদত হোসাইন সিদ্দিকী, সিনিয়র অ্যাসিসটেন্স ডিরেক্টর ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি, (নাটা) গাজীপুর।

আমি  ছাদ বাগানের একই জায়গায় নানা ধরণের গাছ লাগিয়েছি। দেশি লাউ, করলা, টমেটো, বিভিন্ন জাতের মরিচ, বেগুন, গিমা কলমী শাক, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, বাঞ্চিং, পুদিনা পাতা, সবজির চারা, কচু ইত্যাদি।

সর্বপ্রথম লাউ ও করলা গাছের চারা করেছি। যা ৫ ফুট উচ্চতা পর্যন্ত গাছের ঝাটার উপর রেখেছি। তারপর কাঠ দিয়ে ১০ ফুট × ৬ ফুট আকারের একটি ফ্রেম তৈরি করেছি। এতে ২ ইঞ্চি × ২ ইঞ্চি × ৬ ফুট আকারের ৬ টি খুঁটি, ১.৫ ইঞ্চি × ১ ইঞ্চি × ১০ ফুট আকারের ৪ টি বাটাম, ১.৫ ইঞ্চি × ১ ইঞ্চি × ৬ ফুট আকারের ৪ টি বাটাম স’ মিল থেকে কিনেছি।

এরপর ৪০ টি ২ ইঞ্চি তারকাটা কিনে নিজেই ফ্রেম তৈরি করেছি। তারপর বাজার থেকে মশারির সূতা কিনে ফ্রেমের উপর মাচা দিয়েছি। এবারে টব মাচার নিচে রেখে গাছ উপরে তোলার ব্যবস্থা করেছি। তারপর সেভেন আপ/তেলের বোতল/পানির বোতল কেটে বিভিন্ন কায়দায় পুদিনা, ধনিয়া, বাঞ্চিং ইত্যাদি ছোট গাছ লাগিয়ে মাচায় ঝুলিয়ে দিয়েছি।

তারপর মাচার নিচে বোম্বাই মরিচ, ক্যাপসিকাম, বেগুন, কচু ইত্যাদি সাজিয়ে রেখেছি। এখন সব গাছেই ফল ধরেছে। মাচার আওতাভুক্ত জায়গায় প্রায় ২৫ টির মতো গাছ রাখা হয়েছে। অন্যদিকে কবুতরের পরিত্যক্ত খাঁচায় তিন স্তরে গাছ লাগিয়েছি। উপরে মরিচ গাছ, মাঝে লেটুস, নীচে ধনিয়া ও চারা। এতে প্রায় বিশটির মতো গাছ লাগিয়েছি।

মাচায় লাউ, করলা ঝুলে আছে, নিচে গাছে থোকায় থোকায় ফল, সাজানো গোছানো অবস্থায় বাগানটি অসাধারণ লাগছে। আপনিও অল্প জায়গায় অধিক ফসল চাষ করতে পারেন।

পাঠক ছাদ বাগান ও বাড়ির আঙ্গিনায় বাগান নিয়ে সব সময় আমরা তুলে ধরছি বিভিন্ন তথ্যমূলক বাস্তবধর্মী অভিজ্ঞতা, পরামর্শমূলক প্রতিবেদনসহ নানা আয়োজন।

ছাদ বাগান নিয়ে নিয়মিত এসব আয়োজন পড়তে আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/AgriCare24com-320632075085761/ লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ছাদ বাগান নিয়ে যে কোনো প্রতিবেদন চলে যাবে আপনার ফেসবুক ওয়ালে। এছাড়া যে কোনো সমস্যা বা পরামর্শের জন্যেও আমাদের ফেসবুকে প্রশ্ন করতে পারেন।