নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২০) সকাল ১১ টার দিকে জামালপুর বিএডিসি (বীজ উৎপাদন) চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় আম, জাম. কাঁঠাল, গোলাপ, অর্জুন এবং থাই পেয়ারাসহ বিভিন্ন জাতের একশত চারাগাছ কনট্রাক্ট গ্রোয়ার্স কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ

জামালপুর বীজ প্রত্যয়ন এজেন্সী‘র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন গাজীপুর বীজ প্রত্যয়ন এজেন্সী পরিচালক আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জিত কুমার পাল। এ ছাড়া বৃক্ষরোপণ কালে জামালপুর বীজ প্রত্যয়ন এজেন্সীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহী কলেজ রোভার স্কাউটের বৃক্ষরোপণ 

প্রসঙ্গত,  “মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান, তিনটি করে গাছ লাগান”–এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ করছে জামালপুর বিএডিসি (বীজ উৎপাদন) কেন্দ্র।

এগ্রিকেয়ার / এমবি