এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: চলতি সপ্তাহে (২২ এপ্রিল থেকে ২ মে) দেশের সব বিভাগের একাধিক অঞ্চলে কৃষি আবহাওয়া দমকা/ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি (২৩-৪৩ মিঃমিঃ) ধরণের ভারী বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ শিলাবৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের কৃষি আবহাওয়া বিভাগ এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হাল্কা (০৪-১০ মিঃমিঃ) থেকে মাঝারি (১১-২২ মিঃমিঃ) ধরণেরবৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কিছু কিছু স্থানে মাঝারি (২৩-৪৩ মিঃমিঃ) ধরণের ভারী বৃষ্টি/বজ্রবৃষ্টিসহশিলাবৃষ্টি হতে পারে। এ সময়ের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পাঠক প্রতিদিনের কৃষি আবহাওয়ার তথ্য জানতে নিয়মিত এগ্রিকেয়ার২৪.কম ভিজিট করুন। এছাড়া আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/AgriCare24com-320632075085761/ লাইক দিয়ে রাখলে প্রতিদিনের আবহাওয়ার খবর চলে যাবে আপনার ফেসবুক ওয়ালে।