ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি মৌসুম ২০১৮-১৯ সালে বিপণনযোগ্য অবিক্রিত বিভিন্ন শ্রেণি, জাত ও গ্রেডের বীজ আলুর বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

সোমবার (২৪ ডিসেম্বর) এ বিক্রয় মূল্য নির্ধারণ করেছে বিএডিসি। এসব আলু বীজ নির্ধারিত ডিলার পর্যায়ে চাষিরা কিনতে পারবেন। বীজের শ্রেণি হলো ভিত্তি/প্রত্যায়িত/মানঘোষিত শ্রেণির বীজআলু।

জাতের মধ্যে রয়েছে ডায়মন্ট, কার্ডিনাল, কারেজ, রোজাগোল্ড, সার্পোমিরা, পামেলা, এটলাস, ভুলমিয়া, বারি আলু ৩৫, ৩৬, ৩৭, ৪০, ৪১, ৪৬, ৫৩, ৭৮, ৭৯, সিডলিং টিউবার।

দাম: পুন: নির্ধারিত বিক্রয়মূল্য: চাষি পর্যায়ে: প্রতিকেজি ১৩.৪৪ টাকা (সকল শ্রেণি, জাত ও গ্রেড)। ডিলার পর্যায়ে বিক্রয় মূল্যে ১২ টাকা (সকল শ্রেণি, জাত ও গ্রেড)।

ছবিতে বিএডিসি’র বিক্রয় মূল্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।