পোল্ট্রি ডেস্ক , এগ্রিকেয়ার২৪.কম: আদিকাল থেকে গ্রাম বাংলার মহিলারা বাড়তি আয়ের উৎস হিসেবে মুরগি পালন করে আসছে। দেশে বর্তমানে মুরগি পালন দিনে দিনে বাণিজ্যিকভাবে ভাবে বাড়ছে। মুরগি পালনে রয়েছে অনেক সুবিধা।

আসুন মুরগি পালনে সুবিধা গুলো জেনে নিই:

১. আর্থসামাজিক উন্নয়ন:
দেশের আর্থসামাজিক উন্নয়নে হাঁস-মুরগির গুরুত্ব অপরিসীম। তুলনামূলক স্বল্প বিনিয়োগ এবং অল্প ভূমিতে বাস্তবায়নযোগ্য বিধায় জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

২. আত্ম-কর্মসংস্হান:
হাঁস-মুরগি পালন, বেকার যুব সমাজ, ভূমিহীন কৃষক এবং দুস্হ গ্রামীন মহিলাদের আত্ম-কর্মসংস্হানের একটি উল্লেখযোগ্য উপায়।

আরও পড়ুন: শুক্রবারের (১১ সেপ্টেম্বর) পোল্ট্রির ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম

৩. প্রাণিজ আমিষের উৎস:
দেশের অধিকাংশ মানুষ পুষ্টি সমস্যায় আক্রান্ত। হাঁস-মুরগির মাংস ও ডিম উন্নতমানের প্রাণিজ আমিষের উৎস। মাংস ও ডিমের মাধ্যমে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ করে এই সমস্যা সমাধান করা যায়।

৪. জৈব সার:
হাঁস-মুরগির বিষ্ঠা উন্নতমানের জৈব সার যা ব্যবহার করে কৃষি ফসল উৎপাদনে লাভবান হওয়া যায়।

আরও পড়ুন:টার্কি মুরগি ডিম কম দেওয়ার কারণ ও প্রতিকার

৫. জ্বালানী সাশ্রয়:
পোল্ট্রির বর্জ্য এবং লিটার ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব যা ব্যবহারের মাধ্যমে জ্বালানী সাশ্রয় করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখা যায়।

জেনে নিন মুরগি পালনে সুবিধা শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি