ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গৃহপালিত পশু পাখি যেমন, হাঁস-মুরগি, গরু-ছাগল, ভেড়া ইত্যাদি পালনের সবচেয়ে বড় প্রতিবন্ধতা রোগ বালাই। আরোও একটি বড় সমস্যা হলো দেশের বেশিরভাগ খামারি বা সংশ্লিষ্ট খাতের সাথে জড়িতদের অক্ষরজ্ঞানের অভাব। প্রান্তিক খামারিদের একটা বড় অংশ রোগের ভ্যাকসিন, ঔষধ, খাদ্য কিনে থাকে ডিলার বা খুচরা পাইকারি বিক্রেতাদের কাছে থেকে। এতে অনেক অসাধু ব্যবসায়ীরা বেশি দামের সুযোগ কাজে লাগায়। আসুন জেনে নিন জেনে নিন হাঁস-মুরগির ভ্যাকসিনের সরকারি মূল্য। তাহলে, অনেকাংশেই রোধ হবে খামারিদের পকেট কাটার সুযোগ।

জেনে নিন হাঁস-মুরগির ভ্যাকসিনের সরকারি মূল্য শিরোনামে সংবাদের তথ্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় জয়পুরহাট রাজশাহীর সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।