নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: তিস্তা নদীতে ৩৪কেজি ওজনের বাঘাইড় মাছ পাওয়া গেছে। ইতোপূর্বে এত ওজনের মাছ পাওয়া যায়নি এই এলাকায়।গতকাল সোমবার (৩০ আগষ্ট) সকালে তিস্তা সেচ ক্যানেলের নীলসাগর নামক এলাকায় স্থানীয় জেলের জালে আটকা করে এই মাছটি। বিরাট এই মাছ বিক্রি হচ্ছে ডিমলা বাজারে।

জেলে তারা মিয়া বলেন, সকালে ডালিয়া নীলসাগর এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসি ডিমলা বাজারে। ৩৪কেজি ওজনের মাছটি সেখান থেকে ১১০০ টাকা কেজি দরে নিয়ে আসি। এখানে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করবো। স্থানীয়দের আগ্রহ অনেক। এ রকম মাছ পাওয়া যায় না, এ জন্য চাহিদা ব্যাপক।

ব্যবসায়ী মহিকুল ইসলাম জানান, আমি এক কেজি কিনেছি ১২০০ কেজি দরে। চাহিদার পাশাপাশি আলোচনাও চলছে তিস্তা ক্যানেলের মাছ নিয়ে। মাছটি দেখতে উৎসুক মানুষরা ভীড় করছেন। তিনি বলেন, দশ বছর আগে ১৭কেজি ওজনের একটি বাঘাইর মাছ আটকা পড়েছিলো জেলেদের জালে। তারপর আজ ৩৪কেজির। এটি সবচেয়ে বড়।

 

এগ্রিকেয়ার/এমএইচ