কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়।  পাশাপাশি দেশের অনেক অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা হতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে অধিদফতর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিচের ছবিতে আবহাওয়ার তথ্য বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

আর পড়ুন: আউশে প্রণোদনা ৪০ কোটি টাকা পাবেন কৃষক

মাছের খামার করতে নিবন্ধন বাধ্যতামূলক