নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাজারগুলোতে ডিমের হালিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। অপরদিকে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ডিম-মুরগির দাম আরও বাড়তে পারে।

ডিমের চাহিদার তুলনায় আমদানি কম তাই বাজারে বাড়তে শুরু করেছে দাম। ডিমের আমদানি ও ক্রেতার চাহিদার উপরে নির্ভর করে বাড়ছে ডিম মুরগীর দাম। অন্যদিকে বাজারে বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগীর দাম।

আজ মঙ্গলবার ( ১০ জানুয়ারি ২০২৩) রাজশাহীর সাহেব বাজার এলাকার খুচরা ও পাইকারী দোকান ঘুরে দেখা গেছে বাজারগুলোতে ডিমের হালিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ব্রয়লার মুরগির দাম প্রতিকেজিতে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে ১০ টাকা।

বাজারের ফাহিম ডিম ভান্ডারের মালিক মাসুদ রানা বলেন, ডিমের দামে খামারিরা কিছুটা লাভবান হচ্ছে না। খাবারের দাম বেশি থাকলে লাভ কিছুটা কম হয়। গতকালের তুলনায় ডিমের হালিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা আজ সাদা ডিম ৩৬ আর লাল ডিম ৩৮-৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ডিমের হালিতে ৪-৫ টাকা বেড়েছে। কিছুদিন আগে সাদা ৩২ আর লাল ৩৬ টাকা হালি বিক্রি করতাম। অন্যান্য টঙ দোকানে ৪০ টাকা কিংবা ৪২ টাকাও বিক্রি হচ্ছে।

মুরগি দোকানদার মিঠু হোসেন বলেন, গত সপ্তাহে পোল্ট্রি মুরগি ১৫০ টাকা দরে বেঁচা হচ্ছে। ব্রয়লারের আমদানী আছে দামও আছে। তবে দাম ৪ দিনের ব্যবধানে ১০ টাকা বেড়েছে। আগে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি বিক্রি করলেও এখন ১৫০ টাকা। আর আমরা দালালের কাছে কিনি।

দালাল আরো ২০ টাকা লাভ করেই বিক্রি করে। খামারে ১৩০ থেকে ১৩৫ টাকায় কিনছে তারা। আমরা কিনছি ১৪০টাকা। সোনালি মুরগির দাম বেড়েছে ১০ টাকা। বাজারে সোনালি মুরগির চাহিদা আছে। সোনালি ২৮০ টাকা, কক মুরগি বাজারে নাই। লেয়ার সাদাটা আছে বিক্রি হচ্ছে ২৭০ টাকা। হাঁস ৩৫০ টাকা, রাজহাঁস ৫৫০ টাকা কেজি বিক্রি করছি।

এগ্রিকেয়ার/এমএইচ