ঢাকার নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকার নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর ২০১৯) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের উদ্যোগে ‘আরডিএস (ক্ষুদ্র বিনিয়োগ) ক্যাম্পেইন’ উপলক্ষ্যে এ গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবাবগঞ্জ শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম। ব্যাংকের ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস ইয়াসমিন আক্তার ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।

স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ শাখাপ্রধান মোঃ ছাইদুর রহমান। আরডিএস সফল গ্রাহকদের মধ্য বক্তব্য দেন পারুল বেগম, নুপুর গোমেজ, কহিনুর বেগম, ময়না আক্তার ও জুলেখা বেগম। অনুষ্ঠানে ব্যাংকের শ্রীনগর, দোহার, বান্দুরা ও নওয়াবগঞ্জ শাখার আরডিএস গ্রাহক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

ঢাকার নবাবগঞ্জে ইসলামী ব্যাংকের আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত সংবাদটির তথ্য ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, দেশব্যাপী এ ক্যাম্পেইনটি পরিচালনা করছে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নানা তথ্য সংগ্রহা করতে পারছেন। তাছাড়া এমন উদ্যোগে কৃষির সাথে যুক্তরাও বেশ সুবিধা পাবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: রংপুরে ইসলামী ব্যাংকের আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত