নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঝড়ের গতি সর্বোচ্চ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. হতে পারে। এছাড়া সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশের তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর কথাও বলেছে আবহাওয়া অফিস।

এক বিজ্ঞপ্তি জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহি, পাবনা, বগুড়া, টাংগাইল, ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভঅগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনের আবহাওয়ার পরিস্থিতি বিষয়ে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।