রাজশাহী প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর তানোরে ৭ ইউনিয়ন ও ২ পৌরসভায় দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে আউষের প্রণোদনা হিসেবে কৃষি উপকরণ দেয়া হয়েছে।

উপজেলা চত্তরে শনিবার (২১ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে প্রণোদনা দেয়া হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন।

সভা শেষে ১৪৫০ জন কৃষককে উপশী জাতের ধানের বীজ ও ৩০০ জন কৃষককে নেরিকা ধানের বীজ প্রণোদনা হিসেবে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।