জার্মান লতা।ছবি: সুরাইয়া ইসলাম নিসাত

নিশাত তাসনিম, এগ্রিকেয়ার২৪.কম: জার্মান লতা একটি ঔষধিগুণ সম্পন্ন ও সহজলভ্য সপুষ্পক লতা জাতীয় উদ্ভিদ।চলার পথে ঝোপে ঝাড়ে, জঙ্গলে, রাস্তার আশে পাশে এই লতা দেখতে পাওয়া যায়। কান্ড নরম লতালো।এর পাতা দেখতে অনেকটা পানের পাতার মত দেখতে তাই অনেক এলাকায় এটি বুড়ি পান লতা নামে পরিচিত।

স্থানীয় নাম: জার্মান লতা
বৈজ্ঞানিক নাম: Mikania micrantha
পরিবার:Asteraceae

উপকারিতা :
১.শরীরের কাটা অংশ জোড়া লাগানোর জাদুকরী ক্ষমতা রয়েছে।
২.শরীরের কোনো অংশে কেটে গেলে ক্ষতস্থানে লাগালে তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
৩.গ্যাস্ট্রিক সমস্যা কাটাতে এর পাতার রসে অনেক উপকার পাওয়া যায়।
৪.বিষাক্ত পোকা কামড়ালে বিষ কাটাতে সাহায্য করে।
৫.হাঁস মুরগির অসুখে এটি ব্যবহৃত হয়।
৬.শরীরের ত্বক ভালো রাখতে ও মেছতার দাগ দূর করতে সাহায্য করে।
৭.পেটের ব্যাথা উপশম করে।

এছাড়াও কবরাজি ও আয়ুর্বেদ চিকিৎসায় এটি বহুল ব্যাবহৃত হয়।

আরোও পড়ুন: সূর্যমুখীর নানা উপকারিতা

চালতার আচার ছাড়াও যেসব ঔষধী গুণ শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম নিসাত

উল্লেখ্য,  রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু