আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: তুলা উৎপাদনে চীনের পরই ভারত দ্বিতীয় শীর্ষ অবস্থানে।  গত বছর দেশটিতে ৩ কোটি ১০ লাখ বেল (প্রতি বেলে ১৭০ কেজি) তুলা উৎপাদিত হয়। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে চলতি মৌসুমে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন ২ কোটি ৭৫ লাখে বেলে নামতে পারে।

আরও পড়ুন: ৬০ লাখ বেল তুলা রফতানি করবে ভারত

উৎপাদিত এসব তুলার একটি উল্লেখযোগ্য পরিমাণ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রফতানি করে দেশটি। এজন্য তুলার শীর্ষ রফতানিকারক দেশগুলোর তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। আর পণ্যটির ব্যবহারের দিক দিয়ে দ্বিতীয়। তবে গত কয়েক বছরে দেশটিতে তুলার ব্যবহার ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে।

আরও পড়ুন: ২ কোটি টন চাল উৎপাদন করবে ইন্দোনেশিয়া

সর্বশেষ গত বছরেও দেশটিতে ব্যবহার কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। তবে মহামারীর মধ্যে উৎপাদনে বড় ধস নামার পর দেশটির স্পিনিং মিলগুলো এখন তাদের প্রায় ৯৫ শতাংশ উৎপাদন সক্ষমতা ব্যবহার শুরু করেছে। ফলে চলতি বছরে দেশটিতে তুলার অভ্যন্তরীণ ব্যবহারে ভালো প্রবৃদ্ধি দেখা যাবে বলে মনে করছে কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএআই)।

তুলা ব্যবহারে বড় প্রবৃদ্ধির সম্ভাবনা ভারতের শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি