নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: হু-হু করে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এ সপ্তাহের শুরুতেই দাম বেড়েছে বেশ কয়েকটি পণ্যের। বেড়েছে ভারত থেকে আমদানি করা রসুন, শুকনা মরিচ, লবঙ্গের দাম।

আজ শনিবার (৬ আগস্ট ২০২২) ঢাকা মহানগরীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারদর (মূল্য টাকায়) প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)।

পড়তে পারেন: চাল, পেঁয়াজের দাম বেড়েছে, কমেছে তেল, আদার

শুকনা মরিচ (দেশী), রশুন (আম), লবঙ্গ, মুরগী ব্রয়লার এর মূল্য বৃদ্ধি পেয়েছে। আটা(প্যা), ময়দা(খোলা), সয়াবিন তেল (লুজ,বোতল), পাম অয়েল(লুজ,সুপার), আদা(দেশী), জিরা, এর মূল্য হ্রাস পেয়েছে। অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কাওরান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার,শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মীরপুর-১ নং বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

পণ্যের নাম  মাপের একক অদ্যকার মূল্য (টাকায়) ১ সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
০৬/০৮/২২ ৩০/০৭/২২
চাল সর্বনিম্ন সর্ব্বোচ্চ সর্বনিম্ন সর্ব্বোচ্চ
চাল সরু (নাজির/মিনিকেট) প্রতি কেজি         ৬২           ৭৫            ৬২           ৭৫
চাল (মাঝারী)পাইজাম/লতা প্রতি কেজি          ৫০          ৫৬            ৫০           ৫৬
চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরি প্রতি কেজি          ৪৮           ৫০            ৪৮           ৫০
আটা/ময়দা
আটা সাদা (খোলা) প্রতি কেজি          ৪০           ৪২            ৪০           ৪২
আটা (প্যাকেট) প্রতি কেজি প্যাঃ          ৪৮           ৫০            ৪৮           ৫৫
ময়দা (খোলা) প্রতি কেজি          ৫৫           ৫৮            ৫৫           ৬০
ময়দা (প্যাকেট) প্রতি কেজি প্যাঃ         ৬২           ৭০            ৬২           ৭০
ভোজ্য তেল
সয়াবিন তেল (লুজ) প্রতি লিটার        ১৬২         ১৬৬          ১৬৬          ১৭০
সয়াবিন তেল (বোতল) ৫ লিটার        ৮৭০         ৮৮০           ৮৭০         ৯০০
সয়াবিন তেল (বোতল) ১ লিটার        ১৮০         ১৮৮           ১৮০          ১৯০
পাম অয়েল (লুজ) প্রতি লিটার        ১২০         ১২৫           ১২০         ১৩০
পাম অয়েল (সুপার) প্রতি লিটার        ১৪০         ১৪৫           ১৪৫          ১৫০
 ডাল
মশুর ডাল (বড় দানা) প্রতি কেজি        ১০০         ১১০           ১০০          ১১০
মশূর ডাল (মাঝারী দানা) প্রতি কেজি        ১২০         ১২৫           ১২০          ১২৫
মশুর ডাল (ছোট দানা) প্রতি কেজি        ১৩০         ১৩৫          ১৩০         ১৩৫
মুগ ডাল (মানভেদে) প্রতি কেজি        ১১০         ১৩৫           ১১০         ১৩৫
এ্যাংকর ডাল প্রতি কেজি         ৬০           ৭০            ৬০           ৭০
ছোলা (মানভেদে) প্রতি কেজি          ৭০           ৭৫            ৭০           ৭৫
আলু (মানভেদে) প্রতি কেজি          ২৮          ৩০            ২৮           ৩০
মসলাঃ
পিঁয়াজ (দেশী) প্রতি কেজি          ৪০           ৪৫            ৪০           ৪৫
পিঁয়াজ (আমদানি) প্রতি কেজি         ৩৫           ৪০            ৩৫           ৪০
রসুন(দেশী) নতুন/পুরাতন) প্রতি কেজি         ৬০           ৮০            ৬০           ৮০
রসুন (আমদানি) প্রতি কেজি        ১০০         ১৩০           ১০০          ১২০
শুকনা মরিচ (দেশী) প্রতি কেজি        ৩০০        ৩৩০           ২৪০         ৩২০
শুকনা মরিচ (আমদানি) প্রতি কেজি        ৩৫০         ৪০০          ৩৫০          ৪০০
হলুদ (দেশী) প্রতি কেজি        ২৩০         ২৬০          ২৩০         ২৬০
হলুদ (আমদানি) প্রতি কেজি        ১৯০         ২২০           ১৯০         ২২০
আদা (দেশী) প্রতি কেজি        ১০০         ১৪০           ১২০          ১৪০
আদা (আমদানি) প্রতি কেজি          ৮০         ১১০            ৮০          ১১০
জিরা প্রতি কেজি        ৪০০         ৪৪০           ৪০০         ৪৮০
দারুচিনি প্রতি কেজি        ৪২০         ৫০০           ৪২০         ৫০০
লবঙ্গ প্রতি কেজি      ১,০৫০       ১,২০০        ১,০০০       ১,২০০
এলাচ(ছোট) প্রতি কেজি     ১,৬০০      ৩,০০০        ১,৬০০       ৩,০০০
ধনে প্রতি কেজি        ১৩০         ১৬০          ১৩০         ১৬০
তেজপাতা প্রতি কেজি        ১৫০         ১৯০           ১৫০          ১৯০
মাছ ও গোশত:
রুই প্রতি কেজি        ২৫০         ৩৫০           ২৫০         ৩৫০
ইলিশ প্রতি কেজি        ৬০০       ১,২০০          ৬০০       ১,২০০
গরু প্রতি কেজি        ৬৫০         ৬৮০          ৬৫০         ৬৮০
খাসী প্রতি কেজি        ৮৫০         ৯৫০          ৮৫০         ৯৫০
মুরগী(ব্রয়লার) প্রতি কেজি        ১৫৫         ১৬৫           ১৪৫         ১৬০
মুরগী (দেশী) প্রতি কেজি        ৫০০         ৫৫০           ৫০০         ৫৫০
গুড়া দুধ(প্যাকেটজাত)
ডানো ১ কেজি        ৭৪০         ৭৬০           ৭৪০         ৭৬০
ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ১ কেজি        ৭৩০         ৭৫০          ৭৩০          ৭৫০
ফ্রেশ ১ কেজি        ৬৯০         ৭০০          ৬৯০          ৭০০
মার্কস ১ কেজি        ৭০০         ৭২০           ৭০০          ৭২০
পণ্যের নাম  মাপের একক অদ্যকার মূল্য(টাকায়) ১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
০৬/০৮/২২ ৩০/০৭/২২
বিবিধঃ সর্বনিম্ন সর্ব্বোচ্চ সর্বনিম্ন সর্ব্বোচ্চ
চিনি প্রতি কেজি          ৮০           ৮২            ৮০           ৮২
খেজুর(সাধারণ মানের) প্রতি কেজি        ১৫০         ৪০০           ১৫০          ৪০০
লবণ(প্যাঃ)আয়োডিনযুক্ত(মানভেদে) প্রতি কেজি         ৩০          ৩৬            ৩০           ৩৬
ডিম (ফার্ম) প্রতি হালি          ৪০           ৪২            ৪০           ৪২

এগ্রিকেয়ার/এমএইচ