ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতির ভয়াবহতার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত হয়তো এই পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে।’

বুধবার আজ বুধবার ২২ জুলাই ২০২০ বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত দেশগুলোর তালিকায় এরপর রয়েছে, ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। রয়টার্সের পরিসংখ্যানে দেখা গেছে, করোনার প্রাদুর্ভাবের পর ছয় মাস পেরিয়ে গেলেও বৈশ্বিক সংক্রমণের হার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

জানুয়ারির প্রথম দিকে চীনের উহান শহরে করোনার সংক্রমণের বিষয়টি জানানো হয়। মাত্র ১৫ সপ্তাহের মধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়। অথচ ছয় মাস পর গত আট দিনে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০ লাখ। বুধবার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৯ হাজার ২১৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারিভাবে আক্রান্ত ও মৃতের যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে প্রকৃত সংখ্যা তারচেয়েও বেশি। কারণ অনেক দেশেই পর্যাপ্ত করোনা পরীক্ষার ব্যবস্থা নেই।