নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আসন্ন অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটে গুড়া দুধের ওপর আমদানি শুল্ক কমানোর প্রতিবাদে দেশজুড়ে দুগ্ধখামারিরা মানববন্ধন করেছেন। এসময় তারা দুগ্ধখামারিদের রক্ষার দাবি জানান। দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৪ জুন) বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সব ধরণের খামারিরা অংশ নেয়ার পাশাপাশি গুড়া দুধের ওপর আমদানি শুল্ক কমানোর প্রতিবাদ করেন।

প্রস্তাবিত বাজেটে ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে ফিল্ড মিল্ক গুঁড়া দুধের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে দেশের খামারিরা বড় ধরণের বিপর্যয়ের মুখে পরবেন বলে তারা আশঙ্কা করছেন।

বেলা ১১টার দিকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনেও এ মানববন্ধন করেন খামারিরা। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন  এর পক্ষ থেকে জানানো হয়, ঢাকার বাইরে যেসব স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেগুলোর মধ্য হলো চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, সিরাজগঞ্জ (বাঘাবাড়ি), পাবনা, নওগাঁ, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, নোয়াখালী, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, খুলনা, মৌলভীবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা।

মানববন্ধনে খামারিরা জানান, অধিক পরিমাণে ফিল্ড মিল্ক আমদানি হলে দেশের দুগ্ধখামারিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধ হয়ে যাবে অনেক দুগ্ধখামার। এ শিল্পে অনেক তরুণ উদ্যোক্তারা বিনিয়োগ করেছেন তারা বেকার হবেন। লাখ লাখ তরুণের স্বপ্ন ভেঙ্গে যাবে। বেকার হওয়া ছাড়া বিকল্প পথ থাকবে না।

তারা বলেন, দেশের ডেইরি শিল্প এখন বদলে গেছে। এখানে শিক্ষিত তরুণেরা বিনিয়োগ করছে। ফলে এ শিল্প দ্রুত গতিতে প্রসারিত হবে। এতে সমৃদ্ধও হবে ডেইরি খাত। বরং গুঁড়া দুধের ওপর শুল্ক না কমিয়ে অ্যান্টিডাম্পিং শুল্ক ৫০ শতাংশ আরোপ করে বাড়িয়ে দেওয়া হোক।

মানববন্ধনে বক্তারা বলেন, শুল্ক কমানোর প্রস্তাব পাস হলে দেশীয় দুগ্ধখামারিরা অনেক বড় ক্ষতির শিকার  হবে।আর আমদানি করা দুধের মানও ভালো নয়। যেখানে কম দামে আমাদের দেশের মানুষ খাঁটি দুধ পাওয়ার নিশ্চিয়তা পাচ্ছেন সেখানে গুড়া দুধ আমদানিতে উৎসাহ দেয়া মোটেই উচিত নয়।

বর্তমানে দুধ উৎপাদন করতে গিয়ে খামারিরা অনেক সময়ে লোকসানেও পরছেন বলে জানান তারা। এই সময়ে এমন সিদ্ধান্ত নিলে পথে বসে যেতে হবে তাদের। ছবি: বাংলাদেশ ডেইরী এ্যাসোসিয়েশন এর ফেসবুক পেজ।