কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আবহাওয়া অধিদফতর জানিয়েছে দেশের সব এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে । অধিকাংশ এলাকায় এ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেইসাথে সব নদীবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল শনিবার চট্টগ্রামে বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। যা ছিল ১৯০ মিলিমিটার এবং চলতি মৌসুমের রেকর্ড। রোববার দুপুর নাগাদও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।