কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, “রংপুর, ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”

সিনটপিক অবস্থায় জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া বাতাসের গতিবেগ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিকে ১০-১৫ কিলোমিটার এবং পশ্চিম/ উত্তর-পশ্চিম দিকে বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৫ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যদয় ৫টা ৪৭ মিনিট।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুর ও রাজারহাটে ৩৯ মি.মি। এছাড়া বগুড়া ও সৈয়দপুরে ১৪ মি.মি, ডিমলায় ৮ মি.মি. এবং ঢাকা ও কুমিল্লায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুমারখালি ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাট ২১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ