নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: পলিথিনের চেয়েও পাতলা, শক্ত এবং সুদৃশ্য পাটের পলিমার ব্যাগ বা সোনালী ব্যাগ যা এখন মানুষের হাতের নাগালে চলে আসছে। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের পলিমার ব্যাগ উদ্ভাবনে সফলতা মিলেছে।

পরিবেশ বান্ধব এই ব্যাগ উদ্ভাবনে দেশ আরো এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান পাটের সেলুলোজ থেকে পঁচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করে দেশে বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছেন।

পলিথিনের মতো দেখতে হলেও পলিথিনের কোনো উপকরণ নেই, বরং এতে কোন প্লাষ্টিক উপকরণও নেই। আর দামেও বেশ সস্তায় মিলবে।

ড. মোবারক উদ্ভাবিত এই পলিমার ব্যাগ আমদানি করা পণ্যের ৫ ভাগের এক ভাগ দামে কিনতে পারবেন ক্রেতারা। এ ব্যাগের নাম রাখা হয়েছে সোনালী ব্যাগ (পলিমার ব্যাগ)। ভার বহনেও অনন্য এ ব্যাগ। সম সাইজের পলিথিন ব্যাগের চেয়ে দেড়গুণ ভার বহন করতে পারবে পলিমার ব্যাগ।

পানিতে ৫ ঘন্টা স্বমহিমায় থাকার পর ধীরে ধীরে গলে যেতে যেতে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাটিতে মিশে যাবে এই সোনালী ব্যাগ।

পাটের পলিমার এ ব্যাগ ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলে পরীক্ষামূলক ভাবে তৈরি হচ্ছে। জানা যায়, দেশে এবং বিদেশের বহু ক্রেতা এই ব্যাগ উৎপাদনে আর্থিক সহযোগিতা করার প্রস্তাবনাও দিচ্ছে। আসছে চাহিদা পত্রও। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।