ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: চলমান করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৪২ জন। এই সময়ে ১৩ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৪৮৫ জন।আজ সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৮৩ জনে।

আজ সোমবার ২৪ আগস্ট ২০২০ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ০৮৩ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৭৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

গতকাল রোববারের (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। আর ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৯৭৩ জনের মধ্যে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৬৪ জনের।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় করোনাভাইরাস। বাংলাদেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ে।বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।েএর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন দুই কোটি ৩৬ লাখের বেশি। মৃতের সংখ্যা প্রায় আট লাখ ১৩ হাজার প্রায়।