ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ধান গাছের বিভিন্ন রোগ বালাই ধানের ফলনের ব্যাপক বাঁধাগ্রস্ত করে। এর মধ্যে শিকড় গিঁট রোগ ধানের মারাত্নক ক্ষতি করে। ফলে ধানের শিকড় গিঁট রোগ দমনসহ বিভিন্ন রোগ ও দমন সম্পর্কে আমাদের জানতে হবে।

আরও পড়ুন: ধানের গুড়িপঁচা রোগ যেভাবে দমন করবেন

চলুন ধানের শিকড় গিঁট রোগ দমনের কৌশলগুলো জেনে নিই:

শিকড় গিঁট (Root knot):
পরিচিতি:
রোগের জীবাণু- Meloidogyne graminicolal
লক্ষণ: ধানের শিকড় গিঁট রোগ সাধারণত বীজতলায় এবং বোনা আউশ ক্ষেতে চারা অবস্থায় দেখা যায়। এই কৃমি ধান গাছের প্রাথমিক অবস্থায় শুকনো মাটিতে গাছের শিকড়ে আক্রমণ করে।

আরও পড়ুন:
 ধানের হলদে বামন রোগ দমনে কৌশল

 ক্ষতির ধরণ: আক্রান্ত গাছ বেঁটে, পাতা হলদে এবং শুকিয়ে যেতে থাকে। আক্রান্ত গাছের শিকড়ের মধ্যে গিঁট দেখা যায়। গাছ বাড়তে পারে না এবং দুর্বল হয়।

শিকড় গিঁট রোগ দমন ব্যবস্থাপনা: 
১.আক্রান্ত বীজতলা বা জমি পানিতে ডুবিয়ে রাখলে আক্রমণ প্রকোপ কমানো যায়।
২.চাষাবাদে শষ্যক্রমে পরিবর্তন আনতে হবে।।
৩.বীজতলা বা আউশ ক্ষেতে বিঘা প্রতি ২.৫-৩.০০ কেজি ফুরাডান অথবা কুরাটার ছিটিয়ে দেওয়া।

ধানের শিকড় গিঁট রোগ দমনে করণীয় শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি