ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আমাদের কৃষি প্রধান দেশে ধান চাষের প্রধান সমস্যা হচ্ছে ধানের বিভিন্ন রোগ। আর এর মধ্যে হলদে বামন রোগ ধানের মারাত্নক ক্ষতি করে। তাই ধানের রোগ দমন ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের জানতে হবে।

চলুন ধানের হলদে বামন রোগ দমনে কৌশল সম্পর্কে জেনে নিই:

হলদে বামন (Yellow dwarf):
পরিচিতি: 

রোগের কারণ- হলদে বামন সংঘটক মাইকোপ্লাজমা সবুজ পাতাফড়িং দ্বারা ছড়ায়।

আরও পড়ুন:ধানের গুড়িপঁচা রোগ যেভাবে দমন করবেন

ক্ষতির ধরণ: আক্রান্ত গাছে নতুন প্রসারিত পাতা হলদে বা পাংশু রঙের হয়। পাতার রং হলদে সবুজ থেকে সাদাটে সবুজ অথবা ফ্যাকাশে হলদে হতে পারে।

লক্ষণ: রোগ বৃদ্ধির সাথে সাথে আক্রান্ত গাছ বিবর্ণ হয়। গাছ খুব খাটো এবং অত্যধিক কুশি হয়। পাতাগুলো নরম হয়ে ঝুলে পড়ে। আক্রান্ত গাছ মরে যেতে পারে অথবা ধান পাকা পর্যন্ত বাঁচতেও পারে। আক্রান্ত গাছে খুব কম ছড়া হয়। বয়স্ক গাছ আক্রান্ত হলে লক্ষন বলা যায় না, কিন্ত পরবর্তীতে কাটার পর গোড়া থেকে গজানো গাছে লক্ষণ ভালভাবে প্রকাশ পায়।

আরও পড়ুন: ধানের বীজ বা দানায় দাগ হলে যা করবেন

হলদে বামন সংঘটক মাইকোপ্লাজমা সবুজ পাতাফড়িং দ্বারা ছড়ায়। যতদিন জীবিত থাকে বাহক পোকা এ ভাইরাসকে শরীরে ধারণ করতে এবং সুস্থগাছ খেয়ে রোগ ছড়াতে পারে, কিন্ত বাহক পোকা এ রোগ বংশ পরস্পরায় ছড়ায় না।

রোগ দমন ব্যবস্থাপনা: ধানের হলদে বামন রোগ ব্যবস্থা হিসেবেও টুংরো রোগের অনুরূপ সবুজ পাতাফড়িং দমন করা উচিত।

এ ছাড়া কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং পরামর্শের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

ধানের হলদে বামন রোগ দমনে কৌশল শিরোনামে লেখাটি লিখেছেন বিজ্ঞানী ড. কে এম খালেকুজ্জামান, এসএসও (উদ্ভিদ রোগতত্ত্ব), মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া। লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি