ফসল ডেস্ক, এগ্রিকেয়ার ২৪.কম ডেস্ক: ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করলে যা করতে হবে এ বিষয়ে জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

ধানে ফুল ফোঁটার সময় যাদের জমিতে এ রোগ আক্রমণ করছে তারা ব্যবস্থাটি নিলে সুফল পাবেন।

ব্রি’র পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বোরো মৌসুমে ধান ফুল ফোঁটা থেকে পাকা অবস্থায় কোনো কোনো স্থানে ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে।

এ অবস্থায় কাল বিলম্ব না (দেরি না করে) করে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ট্রুপার (বিঘায় ৫৩ গ্রাম), নেটিভো (বিঘায় ৩৩ গ্রাম) ছত্রাকনাশক শেষ বিকেলে স্প্রে করুন।

পাশাপাশি আপনার নিকস্থ উপ সহকারী কৃষি কর্মকর্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন এবং তাদের পরামর্শ অনুযায়ী সব ধরণের ব্যবস্থা নিন। কৃষি মন্ত্রণালয় তথা রকার সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে রয়েছে।

ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করলে যা করতে হবে সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ