ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: অধিক ফলন ও লাভের জন্য ধান গাছের যত্ন নিতে হবে। ধান পাতার ফোস্কাপড়া রোগসহ বিভিন্ন রোগ দিন দিন বাড়ছেই। ধান পাতার এই বিভিন্ন রোগ দমন সম্পর্কে জানতে হবে।

চলুন জেনে নেওয়া যাক ধান পাতার ফোস্কাপড়া রোগ দমনের কৌশল:
ধান ফোস্কাপড়া রোগ:
কারণ: ধান পাতার ফোস্কাপড়া একটি বীজবাহিত রোগ।
পরিচিতি:
রোগের জীবাণু- Macrodochium oryzae.
ক্ষতির ধরণ: 
ধান পাতার ফোস্কাপড়া রোগের লক্ষণ সাধারণত বয়স্ক পাতার আগায় দেখা যায় । মাঝে মাঝে পাতার মাঝখানে বা কিনারেও হতে পারে (ছবি ৯২)। দাগ দেখতে অনেকটা জল ছাপের মত মনে হয় এবং বড় হয়ে অনেকটা ডিম্বাকৃতি বা আয়তাকার এবং জলপাই রঙের মত মনে হয়। দাগের ভেতর গাঢ় বাদামী চওড়া রেখা এবং হালকা বাদামী রেখা পর পর বেস্টন করে থাকে। তাতে কিছুটা ডোরাকাটা দাগের মত মনে হয়।

আরও পড়ুন:ধানের গুড়িপঁচা রোগ যেভাবে দমন করবেন

বেশী আক্রমণে পাতা শুকিয়ে খড়ের রঙের মত হয় এবং দাগের কিনারা হালকা বাদামী এলাকার মত দেখা যায়। দাগের ক্রমাগত বৃদ্ধি পুরো পাতাতেই ছড়াতে পারে। পাতার ফোস্কাপড়া রোগ চেনার সহজ উপায় হলো আক্রান্ত পাতা কেটে স্বচ্ছ পানিতে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখলে যদি পুঁজ বা দুধ জাতীয় পদার্থ কাটা অংশ থেকে বের হয় তবে বুঝতে হবে একা ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগ। আর যদি কোন কিছু বের না হয় তবে সেটা পাতার ফোস্কা রোগ।

দমন ব্যবস্থাপনা:
১.জমি আগাছামুক্ত রাখা ।
২.পরিমিত ইউরিয়া সার ব্যবহার করা ।
৩.আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না
৪.অধিক আক্রমণের ক্ষেত্রে সালফার ছত্রাক নাশক ( যেমন: থিওভিট ) ১কেজি/একর হারে প্রয়োগ করা ।৫.পরিস্কার পরিচ্ছন্ন চাষ করা।

আরও পড়ুন:ধানের উফরা রোগ দমনে করণীয়

৬.কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ দিয়ে বীজ শোধন । প্রতি কেজি বীজের জন্য ৩ গ্রাম এক লিটার পানিতে গুলে এক রাত ভিজিয়ে রাখা ।
৭.সুষম পরিমানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করা।
৮.লাঙ্গল দিয়ে জমি চাষ করে শুকিয়ে নিয়ে নাড়া জমিতেই পুড়িয়ে ফেলা।
৯.ধানের জাত অনুসারে সঠিক দুরত্বে চারা রোপণ করা ।

ধান পাতার ফোস্কাপড়া রোগ দমনের কৌশল শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে। এগ্রিকেয়ার / এমবি