ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ধান পাতার উফরা পানি ও মাটি দ্বারা পরিবাহিত কৃমি রোগ। এ কৃমি ধান গাছের উপরের অংশ আক্রমণ করে। ধান গাছের পাতায় কচি অংশের রস শুষে খায়।

আসুন ধানের উফরা রোগ দমনের কৌশলগুলো জেনে নিই:

উফরা রোগ:
কারণ: এটি পানি ও মাটি দ্বারা পরিবাহিত কৃমি রোগ
পরিচিতি:
রোগের জীবাণু- Detylanchus angustus.  প্রথমত পাতার গোড়ায় সাদা ছিটা-ফোটা দাগের মত দেখায়। সাদা দাগ ক্রমে বাদামী রঙের হয় এবং পরে এ দাগ বেড়ে সম্পূর্ণ পাতাটাই শুকিয়ে ফেলে।

আরও পড়ুন: ধানের টুংরো রোগের কারণ ও প্রতিকার

ক্ষতির ধরণ:
অধিকাংশ ধানের ছড়াই মোচড় খেয়ে যায় ও ধান চিটা হয়। কোন কোন ছড়া মোটেই বের হয় না। এ রোগের জীবাণু জল স্রোতের সাথে এক জমি থেকে অন্য জমিতে যায়। বিশেষতঃ জলী আমন ধানে এরূপ হয়ে থাকে।

দমন: 
১.মৌসুম শেষে চাষ দিয়ে জমি ও নাড়া শুকাতে হবে।
২.নাড়া জমিতেই পোড়াতে হবে।
৩.জলী আমন ধান দেরীতে বুনলে এ রোগ কম হয়।
৪.শস্য পর্যায়ে ধান ছাড়া অন্য ফসল করা উচিত।

আরও পড়ুন:ধানে চিটা হওয়ার কারণ ও প্রতিকার

৫.প্রাথমিক অবস্থায় আক্রমণ শুরু হলে আগা ছেটে দেয়ো যেতে পারে।
৬.বীজতলা এবং মূলজমিতে এ রোগ দেখা দিলে বিঘা প্রতি ২.৫-৩.০ কেজি হারে ফুরাডান অথবা কুরাটার ৭.ছিটিয়ে দিলে ভাল ফল পাওয়া যায়।
ধানের উফরা রোগ দমনে করণীয় শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে। এগ্রিকেয়ার / এমবি