ইউসুফ আলী সুমন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে দুই মিল মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার ( ২৭ সেপ্টেম্বর ২০২০) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিব্বির আহমেদ মেসার্স জামান চাল কল ও সেতু চাল কলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন।

অভিযাকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিব্বির আহমেদ জানান, বর্তমান বাজারে ধান ও চালের উর্ধ্বগতি রোধে এই অভিযান পরিচালনা করা হয়।

ধামইরহাটে ধান মজুদ রাখার দায়ে দুই মিল মালিকের জরিমানার সময় অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে জামান চালকলের স্বত্বাধিকারী ফজলুর রহমানকে ৪০ হাজার এবং সেতু চালকলের ওবায়দুল হক সরকারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

এগ্রিকেয়ার/এমএইচ