নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর ধামইরহাটে বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন যুগ্মসচিব সালিমা জাহান।শনিবার (১৪ নভেম্বর ২০২০) বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রত্যন্ত আদিবাসী পল্লীতে আইওটি বেইসড অটোমেটেড বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন: নওগাঁয় শিম চাষে স্বপ্ন দেখছেন চাষিরা

যুগ্মসচিব সালিমা জাহান উন্নত চুলা ও জ্বালানী বিষয়ক কার্যক্রম পরিদর্শনে হাউসহোল্ড এনার্জি প্লাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশের প্রকল্প পরিচালক। ড্যাফোডিল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপকের মালিকাধীন ধামইরহাট পৌরসভার অন্তর্গত আদিবাসী পল্লী তালঝারী কৃষি খামারে নির্মাণাধীন প্লান্ট পরিদর্শন করেন। পরবর্তীতে কৃষি খামারে হাউসহোল্ড এনার্জি প্লাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশের ক্লিন কুকিং গবেষণা ফান্ড এ স্থাপিত আইওটি বেইসড অটোমেটেড বায়োগ্যাস প্লান্ট এর বিস্তারিত আলোকপাত করেন ড.ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ।

আরও পড়ুন: নওগাঁয় জনপ্রিয় হচ্ছে আমগাছের নিচে ধান চাষ

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্পের পরামর্শক মোঃ মিলন উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ,নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিন কবির, সহকারী জেনারেল ম্যানেজার হানিফ রেজা ও স্থানীয় সাংবাদিকরা। এর আগে যুগ্মসচিব সালিমা জাহান উপজেলার ঐতিহ্যবাহী আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান পরিদর্শন করেন ।

এগ্রিকেয়ার / এমবি