নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর ধামইরহাটে চলতি অর্থবছরে রবি মওসুমে কৃষি পুনর্বাসনের আওতায় বিনামূল্যে সার ও বীজ পেল ৩ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

আজ বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ২০২০) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বোরো ধানের বীজ,গম,ভুট্রা,সরিষা,মুগডাল,পেঁয়াজ, সূর্যমুখী,চীনা বাদাম,মসুর ডাল,খেসারী ডাল,টমেটো ও মরিচের বীজ এবং ডিএপি এবং পলাশ সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।

সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.আলেফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো.আসাদ্জ্জুামান, কৃষক মো.আমজাদ হোসেন প্রমুখ।

এগ্রিকেয়ার/এমএইচ