ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ২’শ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় বিনামূল্যে ১৩ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।

আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর ২০২০) সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আজাহার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মো. আসাদুজ্জামান, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলেফ উদ্দিন ।

নওগাঁর ধামইরহাটে বিনামূল্যে সবজি বীজ বিতরণ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, চলমান করনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলায় ‘এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে’ প্রধানমন্ত্রীর এই আহবানে ২’শ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে ১৩ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।