ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে কাঁচা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরা।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১ টায় কাঁচা বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

সদরের কাঁচা বাজারের ব্যাবসায়ী বাদলের এক হাজার, ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারের ব্যাবসায়ী খাইরুলের ১০ হাজার ও একই বাজারের কাশিমকে এক হাজার টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, কোন ব্যবসায়ী পেঁয়াজ মজুদ বা বেশি দামে বিক্রি করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁয় তিন পেঁয়াজ ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা ছাড়াও। জানা গেছে, দেশের যশোর বেনাপোলে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন অসাধু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এগ্রিকেয়ার/এমএইচ