ইউসুফ আলী সুমন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ধানের সাথে এ কেমন শত্রুতা! তিন একর ৩৩ শতক জমির ধান রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে জেলার পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের ডাসনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জমির মালিক রেজাদুল ইসলাম ও হারুন রশিদ অভিযোগ করেন, জমি নিয়ে পার্শবর্তী গ্রামের মৃত আজিমউদ্দিন এর ছেলে হাবিবুর রহমান এর সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। এরই জেরে গত সোমবার রাতভর লোক নিয়ে এসিড-জাতীয় রাসায়নিক পদার্থ ছিটিয়ে তাঁর তিন একর ৩৩ শতক জমির ধান পুড়িয়ে দেয়া হয়েছে। এর ফলে ধানের শীষগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

রেজাদুল ইসলাম আরো জানান, এ বিষয়টি নিয়ে পত্নীতলা থানায় মামলা করতে গেলে ওসি সাহেব বলেন উপরের চাপ আছে। মামলা নেয়া যাবে না। আপনারা আদালতে মামলা করেন বলে আমাদেরকে পরামর্শ দেন।

তবে হাবিবুর রহমান বলেন, ধানক্ষেতে রাসায়নিক পদার্থ ছিটানোর সাথে তিনি জড়িত নন। কে এ কাজ করেছে তাও তিনি জানেন না।

আরও পড়ুন: নওগাঁয় অবিরাম বৃ‌ষ্টিতে লুটিয়ে পড়েছে আমন ধান

নওগাঁয় ধানের সাথে এ কেমন শত্রুতা! বিষয়ে পত্নীতলা উপজেলার কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার এগ্রিকেয়ার২৪.কমকে জানান, আমারা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছি। উপজেলার ডাসনগর গ্রামের কৃষক রেজাদুল ইসলাম ও হারুন রশিদের তিন একর ৩৩ শতক জমির ধান ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উর্দ্ধতন অফিসে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তি এগ্রিকেয়ার২৪.কমকে জানান, জমির ধান রাসায়নিক পদার্থ ছিটিয়ে পুড়িয়ে দেয়ার কেন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন এ ধরণের অপরাধীদের সঙ্গে সঙ্গে শাস্তি দেয়া দরকার। তবেই পুনরায় এরকম অপরাধ কেউ করতে সাহস পাবে না।

এগ্রিকেয়ার/এমএইচ