নওগাঁ প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম : নওগাঁয় নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃ‌ষ্টিতে লুটিয়ে পড়েছে রোপা আমন ধান। ধান কে‌টে ঘরে তোলার আগ মুহ‌ূর্তে হঠাৎ এ দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন এ অঞ্চলের কৃষকরা‌‌‌।

কৃষকরা বল‌ছেন, কয়েক দফা বন‌্যায় চড়া দা‌মে বীজ কিনে রোপণ করা ধানের ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষ‌তির শঙ্কা দেখা দিয়েছে।

প্রায় ১০ দিন প‌রেই ধান কে‌টে তোলার স্বপ্ন দেখ‌ছি‌লেন নওগাঁর বাইপাস এলাকার কৃষক হা‌মিদুল। কিন্ত শ‌নিবার ধা‌ন ক্ষে‌তে এসে হা‌মিদুলের ম‌তো অনেক কৃষকের স্বপ্ন দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। নিম্ন চা‌পের সা‌থে দমকা বাতাসে পাকা ধানের মাথা প‌ড়ে যায়। জ‌মি‌তে পা‌নি জ‌মে গেছে।

বৃহস্প‌তিবার রাত থেকে বৃ‌ষ্টি আর দমকা বাতাস জেলার ওপর দি‌য়ে বইছে। এতে নিচু এলাকার ধান প‌া‌নি‌তে ত‌লিয়ে গে‌ছে।
কৃষক বল‌ছেন, বিঘা প্রতি ৬ থে‌কে ৭ হাজার টাকা খরচ হ‌য়ে‌ছে। হঠাৎ এ দু‌র্যো‌গে ফলন বিপর্যয়ে আর্থিক ক্ষ‌তির মু‌খে পড়‌বেন তারা। জেলা কৃ‌ষি বিভাগ জানায় চল‌তি মওসু‌মে ১ লাখ ৯২ হাজার হেক্টর জ‌মি‌তে রোপা আমন আবাদ রয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় ধানের সাথে এ কেমন শত্রুতা!

নওগাঁয় অবিরাম বৃ‌ষ্টিতে লুটিয়ে পড়েছে আমন ধান এতে কৃষকের মাঝে হতাশা কাজ করছে। এদিকে লুটিয়ে পড়া ধান কাটতে, মাড়াই করতে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়। অতিরিক্ত পারিশ্রমিক দিতে হয় শ্রমিকদের। ফলে লোকসান না হলেও লাভবান হওয়া দূরুহ হয়ে পড়ে।

এগ্রিকেয়ার/এমএইচ