ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীর বাজারে হলুদ-সবুজ রঙের মৌসুমি ফল আম উকি দিয়েছে। আশ্চর্য হওয়ার কিছুই নেই। এসব আম বাজারে বেশ চড়া দামে বিক্রিও হচ্ছে। আমের কেজি ১৬০ টাকা থেকে ১৭০ টাকা হাঁকছেন বিক্রেতারা!

তবে এ চড়া দামের আম সব ক্রেতা কিনছেন না। অনেকে কিনছেন মৌসুমের প্রথম ফল হিসেবে। গতকাল রোববার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল ও নিউমার্কেটসহ একাধিক পাড়া-মহল্লা ঘুরে সীমিত সংখ্যক দোকানে আমের দেখা মিলেছে।

হাতিরপুল বাজারের আম বিক্রেতা হাসান জানান, গোবিন্দভোগ আর গোপালভোগ আম বাজারে সবার আগে আসে।এ দুটি আম দিয়েই আমের মৌসুম শুরু হয়। ২-৩ দিন আগে সাতক্ষীরা অঞ্চলের গোবিন্দভোগ বাজারে এসেছে। আগামী ২-৪ দিনের মধ্যে গোপালভোগও আসবে। এরপর পর্যায়ক্রমে আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া ও ফজলি আম আসতে শুরু করে। তবে বাজারে এসব আম আসতে আরও তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে বলে জানান তিনি।

হাতিরপুলের বাসিন্দা এক শিক্ষার্থী ১৬০ টাকা কেজি দরে এক কেজি আম কিনে নেন। এত দামে কেন কিনছেন জানতে চাইলে সিফাত খন্দকার নামের ওই ক্রেতা জানান, আম তার খুব পছন্দের ফল। মৌসুমের প্রথম আমগুলো দেখে পছন্দ হলো। বিক্রেতা জানালো খুব বেশি মিষ্টি না হলেও খেতে ভালোই হবে।ইফতারের পর চেখে দেখতে আম কিনেছেন বলে জানান তিনি।

বাজারে নতুন আমের কেজি ১৭০ টাকা! শিরোনামে সংবাদের তথ্য সহযোগিতা জাগো নিউজ।

এগ্রিকেয়ার/এমএইচ