বশিরুল ইসলাম, শেকৃবি থেকে, এগ্রিকেয়ার২৪.কম: উৎসব মুখর পরিবেশে নবীনদের নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ্য প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ।

উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ নবীনদের কঠিন ভর্তি যুদ্ধে প্রতিযোগিতা করে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারার জন্য অভিনন্দন ও মোবারকবাদ জানান।

তিনি নবীন ছাত্র-ছাত্রীদের মেধা, বুদ্ধি এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী চার বছরের মধ্যে স্নাতক ডিগ্রী অর্জন করে দেশকে আরও এগিয়ে নেওয়া এবং কৃষি খাতকে সমৃদ্ধ করার ও খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল করিম , এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডীন প্রফেসর ড. এম. মিজানুল হক কাজল, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম,প্রক্টর ড. মো. ফরহাদ হোসেন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর মোঃ হাছুনুজ্জামান আকন্দ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে সকল ডিপার্টমেন্ট ঘুরিয়ে দেখানো হয়। জানানো হয়, ৬ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।