আব্দ আল বায়েস, এগ্রিকেয়ার২৪.কম: নয়নতারা একটি বহু শাখা বিশিষ্ট এবং ঘনপাতা বিশিষ্ট গুল্ম।এর ফুল গোলাপী,হালকা গোলাপি ও সাদা এই তিন রং এর হয়।সমগ্ৰ গাছটি তিক্ত স্বাদের। জেনে নিই নয়নতারার নানান ঔষধি গুণ।

স্থানীয় নাম: নয়নতারা।
প্রতিদিন এই গাছে ফুল ফোটে তাই এর আরেক নাম নিত্যবিলাস
বৈজ্ঞানিক নাম: catharanthus roseus

ঔষধি গুণ:

১- নয়নতারা রক্তচাপ কমাতে সাহায্য করে।
২- ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
৩- লিউকোমিয়া প্রতিহত করতে সাহায্য করে।
৪- কৃমি থেকে কুষ্ঠরোগ, হৃদরোগ, অরুচি, ক্ষুধামন্দা, মূর্ছা, সর্দিকাশি, পেট ফাঁপা, দাঁতের অসুখ,মাথার অসুখ ও হতে পারে। নয়নতারা ৮/১০ দিন সেবন করলে কৃমি থেকে সম্পূর্ণ রেহাই পাওয়া যায়।
৫- মেধাশক্তি বৃদ্ধির জন্য নয়নতারা খুবই কার্যকরী।
৬- কীট দংশনে বা বোলতা, ভিমরুল, মৌমাছির হুলের জ্বালা থেকে দ্রুত মুক্তি পেতে নয়নতারার পাতা থেঁতলে সেই রস লাগালে উপকার হবে।
৭- ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮- নয়নতারা স্নায়ু উত্তেজক ও নিদ্রাকারক।

আরোও পড়ুন: ক্যান্সার ঠেকাবে ড্রাগন

নয়নতারার নানান ঔষধি গুণ শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দ আল বায়েস 

উল্লেখ্য, রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু