আবু জাহিদ, বশেমুরবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: ‘একুশ বছর পূর্তির প্রত্যয় করবো রক্তদান, হবে মানবতার জয়’ এ শ্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার (২৪ অক্টোবর) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিলো সকালে বৃক্ষরোপণ, দুপুর ১ টায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের উপস্থিতে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা।

এসময় উপস্থিত ছিলেন বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের উপদেষ্টা মন্ডলীর সদস্য  উপদেষ্টা শশী প্রসাদ শীল, অভিজিৎ কে সাহা, সভাপতি মেহেজাবীন নূর জ্যোতি, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, মানুষের মনের যে জায়গাটায় বাঁধন স্থান পেয়েছে সেটা বেচে থাকুক হাজার বছর ধরে।

দেশের প্রতিটি মানুষ একদিন স্বেচ্ছায় রক্ত দান করবে। একটি মানুষও যেনো আর রক্তের অভাবে মারা না যায়। দেশের প্রতিটি মানুষ হয়ে উঠুক এক একটি ব্লাড ব্যাংক প্রতিটি মানুষ হয়ে উঠুক অসহায়ের ভরসার প্রতীক।

স্বেচ্ছায় রক্তদানের সংগঠন ‘বাঁধন’ ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে প্রতিষ্ঠিত হয়। বশেমুরবিপ্রবিতে ২৯ মার্চ ২০১৫ সালে বাঁধনের যাত্রা শুরু হয়।